গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সাধারণ সভা

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:১৯ অপরাহ্ণ

গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের সাধারণ সভা গত ১৮ জানুয়ারি কেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল মুহাম্মদ কাদের। অতিথি ছিলেন মোহাম্মদ হোসাইন সিকদার, অবসরপ্রাপ্ত ব্যাংকার মরতুজা আলী, হাসান মুরাদ চৌধুরী, ইলিয়াছ চৌধুরী ও সাংবাদিক নজরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল হক সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন এনামুল হক সিকদার, মো. ফরিদুল ইসলাম, মো. শফিউল আলম, অ্যাডভোকেট দিদারে আলম, এটিএম রুহুল আমিন চৌধুরী, মো. নঈম উদ্দিন মাহফুজ ও মো. আবু ছালেক। সভায় আগামী ৫ ফেব্রুয়ারি আনন্দ ভ্রমণের সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশি আবৃত্তি আর নাটকে সুচরিত চৌধুরীকে স্মরণ
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ হয়ে রেজাউলকে বিজয়ী করার আহ্বান