গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের অভিষেক ও সংবর্ধনা সভা গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের সভাপতি এনামুল হক সিকদার মানিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম এবং ওমর ফারুকের সঞ্চালনায় গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ অধ্যক্ষ আ,ন, ম, সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান সিরাজুদৌল্লা চৌধুরী, ড. শোয়াইব রশীদ মাক্কী, শিক্ষক অবিনাশ চন্দ্র দেব, ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম, পরিষদের সাবেক সভাপতি নুরুল মুহাম্মদ কাদের, হাসান মুরাদ, উপদেষ্টা হোসাইন সিকদার, জাহাঙ্গীর আলম, নুরুল হক সিকদার, জাহেদুল হক চৌধুরী মার্শাল, মাস্টার ইউছুপ, এডভোকেট আজিজ আলী হায়দার চৌধুরী, শফি আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।