গন্ডামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারায় খেলতে গিয়ে পানিতে ডুবে মো. আরিয়ান নামে ২ বছর ৮ মাস বয়সি ১ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি। মৃত শিশু উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আস্কর আলী বড় বাড়ি এলাকার যুবদল নেতা মোবিনুল হকের পুত্র।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল বাড়ির অন্য শিশুদের সাথে উঠানে খেলা করছিল সে। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের ডোবায় তাকে ভাসতে দেখে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধখাদ্যের সন্ধানে লোকালয়ে হাতির পাল, আতঙ্ক
পরবর্তী নিবন্ধপ্রাণ গেল চাচার, ভাতিজি গুরুতর আহত