গন্ডামারায় চর ও ঝাউবাগান থেকে কাটা হচ্ছে মাটি

৪ স্কেভেটর জব্দ, পালালেন চালক ও শ্রমিকেরা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১২ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারায় এসএস পাওয়ার প্ল্যান্টের পাশে বঙ্গোপসাগরের জেগে ওঠা চর এবং ঝাউবাগানে নতুন করে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে একদল কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মাটি কাটার জন্য রাখা ৪টি স্কেভেটর জব্দ করা হয়। মাটি কেটে পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গোপসাগরের জেগে ওঠা চর এবং ঝাউবাগান এলাকার মাটি কেটে নিয়ে অন্য জায়গায় ভরাট কার্যক্রম করছে একটি চক্র। তাতে মাটি চাপা পড়ছে ঝাউবাগানসহ প্রাকৃতিক বিভিন্ন প্রজাতির ছোটবড় অনেক গাছ। গতকাল অভিযানকালে স্কেভেটর রেখে চালক ও কাজে নিয়োজিতরা পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন, পরিবেশের ক্ষতি হয় এ ধরনের কোনো কাজ করতে দেয়া হবে না। যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে। মাটি কাটার কাজে ব্যবহার করা স্কেভেটরগুলো জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআমাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা চলছে : আনিসুল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কোদালের আঘাতে ব্যবসায়ীকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার