গন্ডামারায় আগুনে পুড়ল দুটি ঘর

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪নং ওয়ার্ডে হাজ্বী সামশুল আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়ে পার্শ্ববর্তী বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় সামশুল আলমের পুত্র মোহাম্মদ মোস্তাক, মোহাম্মদ ছাদেকের বাড়িও পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়ও প্রত্যক্ষদর্শী ও বাঁশখালী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪নং ওয়ার্ডে হাজি সামশুল আলমের রান্না ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গত মঙ্গলবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডের সুত্রপাত হলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বাড়ির সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।
গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ব্যক্তিগতভাবে সহযোগিতা প্রদান করা হয়েছে। বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন বৈঞ্চব জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাওয়ার জন্য বের হলে ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় তারা সেখানে পৌঁছতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ভার্সিটিতে উপাচার্যের বিদায় ও বরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদুই কলেজ শিক্ষার্থীকে ডি ওয়ান ডি’র অনুদান