গন্ডামারায় অগ্নিদুর্গতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:২২ অপরাহ্ণ

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারের মাঝে পুলিশের পক্ষ থেকে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার ইউনাইটেড বাঁশখালী (বাঁশখালী পুলিশ পরিবার) এর পক্ষে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ পিবিআই এ কর্মরত ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পুলিশের সদস্যদের অর্থায়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর। এ সময় অন্যদের মাঝে বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ, প্রদীপ চক্রবর্তী, নায়েক মোহাম্মদ নুরুল আমিন, কনেস্টবল কফিল উদ্দীন, নায়েক আমির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের স্মরণসভা
পরবর্তী নিবন্ধরাখাইনদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ