গন্ডামারার যুবককে কাতারে গলাকেটে হত্যার অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

সুদূর প্রবাস কাতারে বাঁশখালীর গন্ডামারার আসিফ মোহাম্মদ সায়েম (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৯ অক্টোবর রাতে কাতারে নিজের ভাড়া বাসায় রুমমেট দ্বারা তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। কাতার পুলিশ মরদেহটি নিজেদের তত্ত্বাবধানে হাসপাতালে রেখে সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে সূত্রে জানা যায়।

নিহত আসিফ মোহাম্মদ সায়েম বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের দ্বিতীয় পুত্র। পরিবারের ভাগ্য ফেরাতে ৪ বছর আগে তিনি কাতারে পাড়ি জমান। ছেলেহারা পিতা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সায়েম আমাদের সংসার চালানোর একমাত্র ভরসা ছিল। কিন্তু তাকে শেষ করে দিল ঘাতকেরা। ছেলের লাশ প্রবাসী ও আত্মীয়স্বজনের সহযোগিতায় দেশে আনার চেষ্টা করছেন বলে জানান হতভাগ্য এ পিতা। সায়েমের মৃত্যুকে ঘিরে পরিবার পরিজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আমরা জেনেছি। সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে জানানোসহ সার্বিক সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসকের সাথে উত্তর ও দক্ষিণ জেলা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ বাণিজ্যিক এলাকার হারানো গৌরব ফিরিয়ে আনা হবে