চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে গতকাল সোমবার বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আতালতে হাজির করা হয়।
চাঁদাবাজি ও মারধরের ঘটনায় ঠিকাদার মো. সায়মনের দায়েরকৃত মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করে মামলার তদন্তকারি কর্মকর্তা বাঁশখালী থানার এসআই মো. মাসুদ। ৫ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করে।
চেয়ারম্যান মো. লেয়াকত আলীর আইনজীবী এডভোকেট মো. দিদারুল আলম বলেন, চেয়ারম্যানকে আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করলে আদালত জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করে।
উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি রাতে এসএস পাওয়ার প্ল্যান্টের বাইরে সংঘটিত ঘটনার জেরে ৯ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামের সুগন্ধা এলাকার বাসা থেকে চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে গ্রেফতার করে।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন চেয়ারম্যান লেয়াকত আলীকে আদালতে হাজির করার কথা নিশ্চিত করেন।