চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারের সঙ্গে ব্যবসায়ী নাঈম ইকবালের সাক্ষাৎ

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের ভোগ্যপণ্যের বাজারে সুপরিচিত প্রতিষ্ঠান ‘মেসার্স ফজল দিন ইকবাল দিন’ এর পরিচালক ব্যবসায়ী নাঈম ইকবাল।

সম্প্রতি মহানগর গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুজনের মধ্যে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়িক কার্যক্রমের নিরাপত্তা এবং উদ্যোক্তাদের সুরক্ষার বিষয়ে আলোচনা হয়।

নাঈম ইকবাল মহানগর গোয়েন্দা পুলিশের নিরলস প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে গোয়েন্দা বিভাগের সহায়তা আশা করেন।

সাক্ষাৎকালে উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, চট্টগ্রাম মহানগরের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের পাশাপাশি ব্যবসায়ী সমাজের সহযোগিতা অপরিহার্য। আমরা সবসময়ই ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের পাশে আছি।

এই সৌজন্য সাক্ষাৎ দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত: প্রায় ৭৯ বছর ধরে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে মেসার্স ফজল দিন ইকবাল দিন’। চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের এই প্রতিষ্ঠানটি ইকবাল স্টোর নামে সবার কাছে সুপরিচিত।

পূর্ববর্তী নিবন্ধথ্যালাসেমিয়া আক্রান্তদের প্রতিবন্ধী কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবি
পরবর্তী নিবন্ধযুথিকা রায়ের পিএইচডি ডিগ্রি অর্জন