গন্ডামারায় বজ্রপাতে একজনের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৯ নং ওয়ার্ডে বজ্রপাতে মো. খুইল্যা মিয়া (৪৪) নামে এক ব্যক্তি মারা গেছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি এবং বাতাস শুরু হলে সে সময়ে বজ্রপাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৯ নং ওয়ার্ডের মৃত হোসেন আলীর পুত্র মো. খুইল্যা মিয়া (৪৪) বাড়ির পাশে বজ্রপাতে আহত হয়। জনগণ তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক খুইল্যা মিয়ার মৃত্যু নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধবিশৃঙ্খল ম্যাচে পাল্টে গেল ফল, আর্জেন্টিনাকে হারাল মরক্কো