গন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে মোহাম্মদ হারেস () নামে ১ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মো. হারেস গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার জমির উদ্দিনের ছেলে ও গন্ডামারা রহমানীয়া মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র। হারেসের পিতা জমির উদ্দিন ইসলামী ব্যাংক ঢাকা হেড অফিসের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছেন। এদিকে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছর বয়সী মো. মিরাজ নামে ১শিশুর মৃত্যু হয়।মারা যাওয়া শিশুটি পূর্ব বড়ঘোনা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের আজগর আলী বাড়ীর মো. মনিরের সন্তান।

পূর্ববর্তী নিবন্ধডাপার শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধঅসুস্থ বিএনপি নেতা ইদ্রিস মিয়াকে দেখতে গেলেন মীর হেলাল