গত সরকারের গাফিলতিতে কাপ্তাই সড়ক চার লেন হয়নি

স্কুলছাত্র শাহেদ ন্যায়বিচার পাবে, প্রত্যাশা হুমাম কাদেরের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামকাপ্তাই মহাসড়কটি ৫২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি আঞ্চলিক মহাসড়ক। এটি দিয়ে চট্টগ্রাম মহানগর হয়ে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া এবং কাপ্তাই উপজেলার অন্তত ৯০ লাখ যাত্রী চলাচল করেন। এই সড়কে গাড়ি এবং যাত্রীর চাপ বাড়লেও বাড়েনি সড়কের প্রশস্ততা। যার কারণে নিয়মিত দুর্ঘটনা লেগেই রয়েছে। সর্বশেষ রাঙ্গুনিয়ার চারাবটতল এলাকায় দু’জন ছাত্র দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সড়কটি চার লেনে উন্নীতকরণের দাবি থাকলেও তা সড়ক প্রতিষ্ঠার ৬২ বছরেও পূরণ হয়নি।

এদিকে এই সড়কের চার লেনে উন্নীতকরণ গত সরকারের গাফিলতির কারণেই হয়নি বলে মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা মো. মহসিন চৌধুরীর পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমাম কাদের চৌধুরী এই মন্তব্য করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই সড়কের উন্নয়ন বিষয়ে আমার নির্বাচনের ইশতিহারে উল্লেখ করেছি। তবে এটি চার লেন অনেক আগে হওয়া দরকার ছিল। গত সরকারের গাফিলতির কারণে এই সড়ক চার লেন হয়নি। তখন অনেক ধরনের অজুহাত দেখানো হয়েছে। বলেছে, সড়ক একোয়ার করতে হবে, রাস্তার পাশে যাদের জমি আছে, স্থাপনা আছে, তাদের যেন কষ্ট না হয়, সে কারণে চার লেন করা হয়নি। এসব অজুহাত সব ভাওতাবাজি ছিল। আশা করি আগামীতে যে সরকারই আসুক না কেন, আগামী কয়েক বছরের মধ্যে এটি চার লেন হয়ে যাবে। এর আগে হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার পারুয়ায় সম্প্রতি হত্যার শিকার হওয়া স্কুল ছাত্র শাহেদের পরিবারের সাথে দেখা করেন। এই হত্যাকাণ্ড প্রসঙ্গে জানতে চাইলে হুমাম কাদের চৌধুরী বলেন, শাহেদ হত্যার বিষয়টি এখন রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে ঘরে আলোচিত হচ্ছে। ঘটনার আটদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আপডেট দিতে পারেনি, এটা দুঃখজনক। ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছি। তারা খুব কষ্টে আছে। আশা করি তার পরিবার ন্যায় বিচার পাবে। স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জানেন স্কিন এলার্জি এখন অন্যতম বড় সমস্যা। তাই আমরা যেই এলাকায় থাকি, তা যদি পরিষ্কার রাখতে পারি, তা অনেকটাই কমে আসবে। সে কারণে রাঙ্গুনিয়াজুড়ে ডাস্টবিন স্থাপনের ছোট একটা উদ্যোগ নেয়া হয়েছে। একইভাবে বিভিন্ন হেলথ ক্যাম্প করা হচ্ছে, ভবিষ্যতে উন্নতমানের হাসপাতাল করার উদ্যোগ নেয়ার স্বপ্নের কথা বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটিয়ায় মতবিনিময়
পরবর্তী নিবন্ধজঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব