গত বছরের ৫৫% রেমিটেন্স সাড়ে চার মাসেই

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১০:০৮ পূর্বাহ্ণ

চলতি নভেম্বর মাসের ১৫ দিনেই প্রায় ১২২ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে দুই সপ্তাহে এত বেশি রেমিটেন্স কখনই আসেনি দেশে। আর এর মধ্য দিয়ে সবমিলিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরের সাড়ে চার মাসেই (১ জুলাই থেকে ১৫ নভেম্বর) ১০ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে। খবর বিডিনিউজের।
এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩ বিলিয়ন ডলার বা ৪২ শতাংশ বেশি। গত বছরের এই সাড়ে চার মাসে ৭০৭ কোটি ৩০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক সোমবার রেমিটেন্সের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি নভেম্বর মাসের ১৫ দিনে (১ থেকে ১৫ নভেম্বর) ১২১ কোটি ৬০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের নভেম্বরের এই ১৫ দিনে রেমিটেন্সের পরিমাণ ছিল ৯১ কোটি ২০ লাখ ডলার। আর পুরো নভেম্বর মাসে এসেছিল ১৫৫ কোটি ৫২ লাখ ডলার। সবমিলিয়ে চলতি ১ জুলাই থেকে ১৫ নভেম্বর এক হাজার ৪ কোটি ১৬ লাখ (১০ দশমিক ৪ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশের ইতিহাসে সাড়ে চার মাসে রেমিটেন্সে এত বেশি প্রবৃদ্ধি আগে কখনই হয়নি। ২০১৯-২০ অর্থবছরের পুরো বছরে রেমিটেন্স এসেছিল ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার। এ হিসাবে গত অর্থবছরের ৫৫ দশমিক ১৬ শতাংশ রেমিটেন্স এই সাড়ে চার মাসেই এসেছে। গত অক্টোবর মাসে ২১১ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে, যা ছিল বাংলাদেশের ইতিহাসে মাসের হিসাবে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স।

পূর্ববর্তী নিবন্ধবাজারে এল ১০ টাকার নতুন নোট
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২২.৬৬ কোটি টাকা