গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে

উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে গোলাম আকবর খোন্দকার

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, গত বছরের ১ জুলাই শুরু হয়ে ৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া এই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। সেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সাহসী আন্দোলনকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গ্রাফিতি অঙ্কনের কর্মসূচির আয়োজন করেছে।

তিনি জুলাইআগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে গৃহীত ৬ দিন ব্যাপী কর্মসূচীর চতুর্থ দিনে গতকাল ২৭ জুলাই বিকেলে নাসিমন ভবন চত্বরে ‘গ্রাফিতি অংকন’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং কর্মসূচি উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হালিমের সভাপতি অনুষ্ঠিত সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুচ চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, অধ্যাপক আজম খান, এডভোকেট এম এ তাহের, কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে গোলাম আকবর খোন্দকার হাতে রং তুলি নিয়ে গ্রাফিতি অংকন কর্মসূচির উদ্বোধন করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধমো. আব্দুল বারী শেখ