বাঁশখালীর গণ্ডামারায় নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে গত ১৭ এপ্রিল শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ১০ দফা দাবি নিয়ে এসএস প্লান্ট কর্তৃপক্ষ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে বৈঠক গত ২৩ মে বিদ্যুৎ কেন্দ্রের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে স্কপের পক্ষে সমন্বয়ক তপন দত্ত শ্রমিকদের দাবি নিয়ে এতবড় দুর্ঘটনা ঘটার কারণ ছিলনা। স্কপ নেতৃবৃন্দ এই দুর্ঘটনার পেছনে কোন স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে ভবিষ্যতে সতর্ক থাকার জন্যও স্কপ নেতৃবৃন্দ কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
বৈঠকে নির্মাণাধীন এসএস পাওয়ার প্লান্টের পক্ষে মানব সম্পদ বিভাগের প্রধান মো. সানাউল্লাহ, এস্টেট প্রধান মোস্তান বিল্লাহ আদিল, অ্যাডমিন কর্মকর্তা মো. হোসেন রানা, এস্টেট কর্মকর্তা মিল্টন চৌধুরী এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর পক্ষে উপস্থিত ছিলেন স্কপ, চট্টগ্রাম জেলার সমন্বয়ক এবং টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী, শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মসিউদ্দৌলা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মো. মামুন, ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কে এম শহীদুল্লাহ, রিজওয়ানুর রহমান খান, শ্রমিক ফ্রন্টের হেলাল উদ্দিন কবির এবং লেবার ফেডারেশনের রবিউল হক শিমুল। প্রেস বিজ্ঞপ্তি।