গণ্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে ২০০১ সাল পরবর্তী মৃত্যুবরণকারী ৬ জন গুণী ব্যক্তির স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ শনিবার গণ্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। মুখ্য আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজের বাংলা বিভাগের প্রধান হাসনা হেনা চৌধুরী, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণ্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি নুরুল মোহাম্মদ কাদের। প্রেস বিজ্ঞপ্তি।












