গণ্ডামারায় শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

বিভিন্ন সংগঠনের নিন্দা ও ক্ষোভ

আজাদী ডেস্ক | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভে গুলি ও শ্রমিক হতাহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার বিজ্ঞপ্তি দিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। একই সঙ্গে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, কাজ করার পর মজুরি পাওয়া শ্রমিকের অধিকার। বকেয়া মজুরি চাওয়ার অপরাধে তাদেরকে গুলি করে হত্যা করা এবং আহত করা সভ্য সমাজে কাম্য হতে পারেনা।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন : গণ্ডামারায় শ্রমিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ। কমিটির সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, পাহাড়তলি আঞ্চলিক কমিটির সভাপতি মির মোহাম্মদ ইলিয়াছ এবং সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ জানান।
বাসদ (মার্কসবাদী) : শ্রমিক হত্যার বিচারবিভাগীয় তদন্ত ও বিচার, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
বামজোট : গণ্ডামারায় শ্রমিক নিহতের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পূর্বে বাম জোটের নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত শ্রমিকদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। বাম জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ, বাসদ জেলা কমিটির সদস্য রায়হান উদ্দিন প্রমুখ।
বিএলএফ : গণ্ডামারা ঘটনায় গতকাল শনিবার তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ। বিএলএফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএলএফের চট্টগ্রাম মহানগর সভাপতি আনোয়ার হোসেন। বিএলএফের জেলা সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের সঞ্চালনায় বিএলএফ অফিসে শনিবার দুপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএলএফ মহানগর সিনিয়র সহ-সভাপতি নুরুল আফসার তৌহিদ, মহানগর কমিটির লিগ্যাল এডভাইজার গোলাম মাওলা মুরাদ, জেলা সভাপতি মোস্তফা, জেলা সহ-সভাপতি এম এ জব্বার খান, ইয়াছিন মিয়াজি, আবুল ফয়েজ, ইউসুফ, নুর আলম, জাবেদ, চৌধুরী, হাসান, সিরাজ, সাত্তার প্রমুখ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখা : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদক ঋজু লক্ষী এক যুক্ত বিবৃতিতে শ্রমিক নিহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবি জানান ও আন্দোলনরত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্‌বান জানান।
সাম্যবাদী আন্দোলন : বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা অপু দাশগুপ্ত ও সত্যজিত বিশ্বাস, গণমুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া ও নজরুল ইসলাম, বিপ্লবী শ্রমিক আন্দোলনের নেতা রাকিবউদ্দীন ও দিলীপ দাশ, জাতীয় মুক্তি কাউন্সিল নেতা এডভোকটে ভুলন ভৌমিক ও এডভোকেট আমীর আব্বাস এক যুক্ত বিবৃতিতে বাঁশখালীতে নির্বিচারে গুলি করে ৫ জন শ্রমিক হত্যা ও বহু মানুষকে হতাহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন : বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে ৫ শ্রমিক নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী। ফেডারেশনের মহানগরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান ও সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান এক যৌথ বিবৃতিতে এ ঘটনার বিচার বিভাগীয় দাবি করেন।
গণমুক্তি ইউনিয়ন : গণ্ডামারায় নিহত ও অর্ধ শতাধিক শ্রমিক আহতের প্রতিবাদে গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে জেলা সমন্বয়ক কমরেড রাজা মিঞা ও জেলা নেতা নজরুল ইসলাম ও লুৎফুন নেছা আঁখি এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ এ হতাহতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ছুরিকাঘাতে আহত ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২ জন