গণ্ডামারায় বিদ্যুৎ কেন্দ্র থেকে লুট হওয়া ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১০:২৫ অপরাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারায় নির্মাণানাধীন এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে লুট হওয়া ১০ কোটি টাকা মূল্যের মালামাল থে‌কে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে ২০ লক্ষা‌ধিক টাকার মালামাল উদ্ধার ক‌রে‌ছে।
বি‌ভিন্ন বা‌ড়ি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে পুলিশ এ মালামাল উদ্ধার ক‌রে ব‌লে দৈ‌নিক আজাদী‌কে জানান মামলার তদন্তকা‌রী কর্মকর্তা পু‌লিশ প‌রিদর্শক মো. আ‌জিজুল ইসলাম। এ সময় এ অ‌ভিযান ধারাবা‌হিকভা‌বে চল‌বে ব‌লেও জানান তিনি।
শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও দুই মামলার সাড়ে তিন হাজার আসামির একজনও আটক হয়নি এখনও।
অপরদিকে, গত ১৭ এপ্রিলের ঘটনায় ৭জন মৃত্যুবরণ করলেও তাদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে বাঁশখালীর নিহত মাহমুদ রেজা মিনহানের পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আর্থিক সহযোগিতা প্রদান করেন। সেখানে জামাতের জেলা নেতা সহ বাঁশখালীর আমীর মাওলানা জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ সিকদার সহ অন্যান্য নেতাকর্মীরা সাথে ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবির বলেন, গণ্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্টের মামলায় এখনও পর্যন্ত কোনো আসামি আটক করা হয়নি। প্রকল্প এলাকায় পরিবেশ শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।”
আজ শনিবার পর্যন্ত বি‌ভিন্ন বা‌ড়ি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ২০ লক্ষা‌ধিক টাকার মালামাল উদ্ধার ক‌রা হয়েছে ব‌লে জানান তি‌নি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আম পাড়া নিয়ে হাতাহাতির কিছুক্ষণ পর চাচার মৃত্যু
পরবর্তী নিবন্ধপেকুয়ায় কাঠ ব্যবসায়ীকে গুলি করে হত্যা