বাঁশখালীর গণ্ডামারা ব্রিজে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কোহিনুর কেমিক্যাল (তিব্বত) কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) মো. দুদু মিয়া (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মালামাল বিক্রির টাকা কালেকশন করে ফেরার পথে তিনি গণ্ডামারা ব্রিজে ছিনতাইকারীর কবলে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
এদিকে গতকাল বুধবার সকালে বাঁশখালীতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা মানববন্ধন ও মিছিল করে দুদু মিয়া হত্যায় জড়িত ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এদিকে লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রংপুর জেলার মিঠাপুকুর এলাকার বিরামপুর গ্রামের হযরত আলীর পুত্র মোহাম্মদ দুদু মিয়া (৩৮) বাঁশখালীতে কোহিনুর কেমিক্যাল (তিব্বত) কোম্পানিতে এসআর হিসাবে কর্মরত। মঙ্গলবার রাতে গণ্ডামারা এলাকা থেকে মাল বিক্রির টাকা সংগ্রহ করে আসার পথে শীলকূপের মধ্যবর্তী গণ্ডামারা ব্রিজে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
গুরুতর জখম অবস্থায় তাকে বাঁশখালী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জান্নাতুল ফেরদৌস শশী মৃত ঘোষণা করেন। বাঁশখালী থানা পুলিশ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে প্রেরণ করে। বিক্রয় প্রতিনিধি মো. দুদু মিয়ার সহকর্মীরা জানান, তিনি চাম্বল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।