গণ্ডামারায় আগুনে পুড়ল ১৫ বাড়ি

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারায় আগুনে পুড়ে গেছে ১৫টি বসতঘর। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের পূর্বঘোনা চকরিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ছৈয়দুর রহমান কালু, সালাউদ্দীন, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, মোজাম্মেল মাঝি, মোহাম্মদ টিটু, ওয়াহিদুল্লাহ, সাহাব উদ্দীন, বিলকিছ বেগম, আবদুল্লাহ, মো. সেলিম, আসহাব উদ্দীন ও আতিকুর রহমান।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, ঘটনাস্থল উপজেলা সদর থেকে অনেক দূরে। ফলে ফায়ার সার্ভিস টিম সেখানে পৌঁছাবার আগেই ১৫টি বসতঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান মো. লেয়াকত আলী। তিনি ক্ষতিগ্রস্তদের ১০ হাজার করে দেড় লাখ টাকা সহায়তা দিয়েছেন। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার ওরশ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধখুবির শিক্ষক ও শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদ