নগরীর রহমতগঞ্জের গণি বেকারি মোড়ে এক যুবককে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িত সুমিত ধর (৩০) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
একইসাথে অপরাধ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী মমিতা দত্ত এ্যানীকে (২৬) খালাস দেয়া হয়েছে। আজ দুুপরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় দুজনই গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে গিয়ে পালিয়ে যায়। দন্ডপ্রাপ্ত সুমিত ধর কক্সবাজারের চকরিয়া থানার হারবাং এলাকার দেবব্রত ধরের ছেলে।
২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি গণি বেকারি মোড়ে তমাল চন্দ্র দে’র উপর এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে। এতে তমালের মুখমণ্ডল ও চোখ ঝলসে যায়। তমালের সাথে মমিতা দত্ত এ্যানীর প্রেমের সম্পর্ককে ঘিরে এ হামলা হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করেছেন তমালের বাবা।