প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের উদ্যোগে ‘ইমপ্লিমেন্টেশন অফ ম্যাথম্যাটিক্স ইন রিয়েল লাইফ’ শীর্ষক ওয়েবিনার সমপ্রতি অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক শাহরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণিত বিভাগের শিক্ষক রাজীব কর্মকার। মূল প্রবন্ধে রাজীব কর্মকার বলেন, আমাদের বাস্তব জীবনে গণিত বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের চারপাশে দৃষ্টিনন্দন যা কিছু আছে সকল কিছুর মূলে গণিত জড়িয়ে আছে। বিমূর্ত ও কাল্পনিক বিষয়বস্তু, যার অস্তিত্ব আমরা বাস্তবে খুঁজে পাই না, গণিত সেসব বিষয়ের সহজ-সরল এবং প্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়ে থাকে। তিনি আরও বলেন, গণিতকে ভয় না পেয়ে উপভোগ করতে হবে। এখন গণিত শুধুমাত্র যোগ-বিয়োগ, গুন-ভাগ এসব ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে সুদূর মহাকাশের অসীমতাকে ছাড়িয়ে গিয়েছে। ভীতি দূর করে গণিতকে কিভাবে আনন্দময় করা যায় এবং বাস্তব জীবনে গণিতকে কাজে লাগিয়ে অনেক দুরূহ কাজ ও সমস্যাকে সহজ সরল ও বোধগম্যভাবে প্রকাশ করা যায় সেদিকে দৃষ্টি দিতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন শেষে শিক্ষার্থী ও শিক্ষকগণ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। গণিত বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির। ওয়েবিনারে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।