গণহত্যার বিচার দাবি, ইসরায়েলকে এক ঘরে করার ডাক

মার্চ ফর গাজা । সোহরাওয়ার্দীর জনসমুদ্রে ফিলিস্তিনের প্রতি সংহতি

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ৯:৩৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও চলমান হামলার ঘটনায় আন্তর্জাতিক আদালতে বিচারসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এছাড়া ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে তা বাতিল করা, জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নিদের্শনা দেওয়াসহ বাংলাদেশের সরকারের প্রতিও দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত থেকে এসব দাবি জানানো হয়। বিকাল ৪টার দিকে গণজমায়েতে উপস্থিত রাজনৈতিক নেতা এবং জনগণের পক্ষ ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তার আগে বিশ্বব্যাপী ডাকা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও বিক্ষোভ করে; সে বিক্ষোভে সর্বস্তরের মানুষও যোগ দিয়েছিল। খবর বিডিনিউজের।

মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই প্রথম দেশের সকল রাজনৈতিকঅরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়াতে উপস্থিত হয়ে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে।

গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচিতে যোগ দিতে মানুষের ঢল নামে। দুপুর ২টায় ‘মার্চ ফর গাজা’ শুরু হওয়ার কথা থাকলেও এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে পাঁচটি পয়েন্ট দিয়ে হাজার হাজার প্রতিবাদকারী শাহবাগের উদ্দেশে আসতে থাকে। কর্মসূচি ঘিরে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে ‘ফিলিস্তিন ফিলিস্তিন; জিন্দাবাদ, জিন্দাবাদ’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাওইত্যাদি স্লোগান দিয়ে সোহরাওয়াদীদের জমায়েত হয় মানুষ। এক পর্যায়ে জনারণ্য হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের পুরো এলাকা। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে জুতা নিক্ষেপ করতে দেখা যায় অনেককে। সেই সঙ্গে ফিলিস্তিনে জনতা ও নিরীহ শিশু হত্যার প্রতিবাদে প্রতীকি লাশ ও কফিন নিয়েও মিছিল করতে দেখা যায় অনেককে। উদ্যানমুখী এই জনস্রোত বিকাল ৪টার পরও দেখা যায়। এর ফলে ঢাকার বিভিন্ন সড়কে যানজট লাগার খবর আসে।

বিকাল সোয়া ৩টায় গণজমায়েতের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। লিখিত ঘোষণাপত্রে বলা হয়েছে, আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি, সমবেত হয়েছি গাজার মৃত্যুভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ।

পদযাত্রা ও গণজমায়েত থেকে চারটি স্তরে বেশ কিছু দাবি জানানো হয়। এর মধ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেসব দাবি জানানো হয় সেগুলো হচ্ছে : জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা। যুদ্ধবিরতি নয়; গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা। ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করা। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করা।

গণজমায়েতে মুসলিম উম্মাহর নেতাদের প্রতিও কিছু দাবি জানানো হয়েছে। দাবিগুলো হচ্ছে : ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করা। জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করা। গাজার মজলুম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়ানো। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করা। জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নেওয়া।

বাংলাদেশ সরকারের প্রতি যেসব দাবি জানানো হয়েছে : বাংলাদেশি পাসপোর্টে Except Israel শর্ত পুনর্বহাল করা এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্টভাবে প্রকাশ করা। সরকারের ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে তা বাতিল করা। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নেওয়া। সকল সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দেওয়া। জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো। পাঠ্যবই ও শিক্ষা নীতিতে আলআকসা, ফিলিস্তিন ও মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করা।

নিজেদের জনগণের প্রতি বেশ কিছু দাবি উত্থাপন করে যেসব অঙ্গীকার করা হয়েছে সেগুলো হলো : স্বতঃস্ফূর্তভাবে সেসব পণ্য বয়কট করা যেসব পণ্য, কোম্পানি ও শক্তি ইসরায়েলের দখলদারিত্বকে টিকিয়ে রাখে। নিজেদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করা, যারা ইসলাম ও মুসলিম উম্মাহর সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে। নিজেদের সন্তানদের এমনভাবে গড়ে তোলা যারা নিজেদের আদর্শ ও ভূখণ্ড রক্ষায় জান ও মালের সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকবে। নিজেদের মধ্যে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকা।

পরে ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক। বিকেল ৪টার দিকে জমায়েতের সমাপ্তি ঘোষণা করেন তিনি। গণজমায়েতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুল, মুহাম্মদ সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ, হেফাজতে ইসলামের মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী, আসসুন্নাহ ফাউন্ডেশনের শায়খ আহমাদুল্লাহ, ইসলামী আন্দোলনের মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, এনসিপির হাসনাত আবদুল্লাহ, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার রাশেদ প্রধান ও নাগরিক নিরাপদ সড়কের ইলিয়াস কাঞ্চন। কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

পূর্ববর্তী নিবন্ধজড়িত অভিযোগে যুবক আটক
পরবর্তী নিবন্ধসংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার