বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চিরন্তন চিরুকে সমন্বয়কারী, মোরশেদ আলমকে নির্বাহী সমন্বয়কারী করে ৭টি পদ শূন্য রেখে ২৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নগর আহ্বায়ক অপূর্ব নাথ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহীম চৌধুরীর সঞ্চালনায় প্রধান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি। প্রধান আলোচক ছিলেন রাজনৈতিক পরিষদ সদস্য ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভা প্রধান শ্রমিক নেতা তাসলিমা আখতার। হাসান মারুফ রুমি বলেন, একটি মহল রাষ্ট্রকে সংকটে ফেলে দলীয় স্বার্থ কায়েম করতে চায়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি জনগণ ও দেশের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নাই। এ মুহূর্তে আমাদের প্রয়োজন বিচার, সংস্কার এবং স্থিতিশীলতা। নির্বাচন না দিয়ে কেউ একক কর্তৃত্ব কায়েম করতে চাইলে রাষ্ট্র অন্ধকারে ঢেকে যাবে। আমরা জুলাই হত্যার বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা পরাজিত হয়ে এখনো ষড়যন্ত্রে লিপ্ত; তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। শ্রমিক নেতা তাসলিমা আখতার বলেন, জুলাই–আগস্টের গণহত্যাসহ সকল গুম–খুন, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার, জনগণের সম্পদ লুটপাট ও পাচারকারীদের বিচার; জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের সুচিকিৎসা ও জীবনের দায়িত্ব গ্রহণ আমাদের অঙ্গীকার। শহীদের দেওয়া প্রাণকে যদি আমরা মর্যাদা দিতে চাই, নিজেদের ভবিষ্যৎকে তৈরি করতে চাই, আমাদেরকে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। শ্রমিক, কৃষক, মেহনতি, খেটে খাওয়া প্রান্তিক মানুষ, শিশু–তরুণ–বৃদ্ধ সকলের স্বার্থ রক্ষা করতে পারবে এমন জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তিকে আমাদের গড়ে তুলতে হবে।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা : চিরন্তন চিরু– সমন্বয়কারী, শহিদ শিমুল– যুগ্ম সমন্বয়কারী, হাসান মুরাদ শাহ– যুগ্ম সমন্বয়কারী, মোরশেদ আলম– নির্বাহী সমন্বয়কারী, এডভোকেট মানিক শাহাদাত– যুগ্ম নির্বাহী সমন্বয়কারী। সম্পাদকমণ্ডলীর সদস্য নুরুন্নেসা মুন্নি, মোহাম্মদ ইসহাক, প্রকাশ মজুমদার বাবু, এনামুল মোস্তাফা, সাধন দত্ত, মোহাম্মদ সোহাগ এবং সদস্য করা হয়েছে মোহাম্মদ হারুন, অপূর্ব নাথ, মিজানুর রহীম চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, রিপন বড়ুয়া, কলি কায়েস, ফয়সাল উদ্দিন নয়ন, মোহাম্মদ শাহাব উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, শিখা দে ও মোহাম্মদ জাহেদকে। প্রেস বিজ্ঞপ্তি।












