ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা, গণমাধ্যমে ধারাবাহিক হামলা, দেশজুড়ে নৈরাজ্য, শ্রমিক দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার বিচার এবং রাউজানে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ গতকাল মঙ্গলবার নগরীর চেরাগী পাহাড়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী হাসান মুরাদ শাহ। সঞ্চালনা করেন নির্বাহী সমন্বয়কারী মোঃ মোরশেদুল আলম। সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমি, উত্তর জেলার সমন্বয়কারী নাসির উদ্দিন তালুকদার, নির্বাহী সমন্বয়কারী ইঞ্জি. জাহিদুল আলম, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সাধন দত্ত, মহানগর সদস্য কলি কায়েয, ফয়সাল উদ্দিন নয়ন, মো. জাহেদ হাসান, মো. মামুন, যুব ফেডারেশন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মারুফ হোসেন, ছাত্র ফেডারেশনের তাহমিদুল ইসলাম তামিম ও শওকত ওসমান তৌকির, শাকিব মাহাতাব রামি প্রমুখ। জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ছায়ানট, উদীচী, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানের ওপর সংঘটিত হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে মানুষ শোকাহত ও বিচারপ্রার্থী থাকলেও একটি সংগঠিত দঙ্গল সেই শোককে পুঁজি করে পরিকল্পিতভাবে এসব প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে শনাক্ত সকল হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করার জোরালো দাবি জানানো হচ্ছে। আমরা কোনো হিংসা–প্রতিহিংসার রাজনীতি চাই না। দেশকে অস্থিতিশীল করতে যারা সচেষ্ট তাদের কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই। প্রেস বিজ্ঞপ্তি।











