গণসংহতি আন্দোলনের নেতা মির্জা আবুল বশরের ইন্তেকাল

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী মির্জা আবুল বশর (৬২) গতকাল শনিবার সন্ধ্যা ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে যান।

তার মৃত্যুতে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী এবং নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফাহিম শরীফ খান শোক প্রকাশ করেছেন। আজ জোহরের নামাজের পর তার নামাজে জানাজা পাহাড়তলীর ভেলুয়ার দিঘি শাহি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, মির্জা আবুল বশর চট্টগ্রাম জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৌশলী অনুপ কুমার মিত্র
পরবর্তী নিবন্ধচকরিয়ায় হামলায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু