আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। আজ শুক্রবার প্রচারণার প্রথম দিনে নিজেদের পারিবারিক বহদ্দার বাড়ি শাহী জামে মসজিদে পবিত্র জুমার আদায়ের পর মা-বাব ও আত্মীয়-স্বজনদের কবর জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। প্রচারণার প্রথম দিনে তিনি ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড ও ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে প্রচারণা চালাবেন বলে গতকাল আজাদীকে জানিয়েছেন। আজাদীর সাথে আলাপকালে রেজাউল করিম চৌধুরী জানান, বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। সব সময় গণতন্ত্র চর্চা করে। গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক আমি সেটাই চাই। জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ভোট হোক আমি মনে-প্রাণ সেটাই আশা করি। শুক্রবার জুমার নামাজের পর গণসংযোগ শুরু করব। গণসংযোগের মধ্যেও আমরা সামাজিক দূরত্ব মানার চেষ্টা করব। কারণ আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। আমি মনে করি বিএনপিসহ অন্যান্য দল থেকে যারা নির্বাচনে অংশ গ্রহণ করেছে তারাও শেষ পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৭ জন মেয়র প্রার্থী এবং ২৩৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।