আগামী ২৬ এপ্রিল থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী চতুর্থ জাতীয় গণসংগীত উৎসব। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান। এতে চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও মৌলবাদী শক্তি ফনা তুলছে। মৌলবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের মূল অস্ত্র হোক গণসংগীত। গণসংগীতের মাধ্যমে মানুষকে জাগ্রত করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন, উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, সমন্বয়কারী মানজার চোধুরী সুইট, যুগ্ম সমন্বয়কারী শ্রেয়সী রায়, গণসংগীত সমন্বয় পরিষদের সহসভাপতি ফকির সিরাজ ও সাংগঠনিক সম্পাদক আবু ফারাহ পলাশ, সহ সাধারণ সম্পাদক আরিফ রহমান, অর্থ সম্পাদক অলক দাশগুপ্ত, প্রচার সম্পাদক তারেক আলী মিলন ও অনুষ্ঠান সম্পাদক আবিদা রহমান সেতু। চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা উৎসব নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, উদীচী চট্টগ্রাামের সভাপতি সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, গণায়নের ম সাইফুল আলম, উদীচীর সহসভাপতি সুনীল ধর, অনন্য থিয়েটারের সুচরিত চৌধুরী, বোধনের সহসভাপতি সুবর্ণা চৌধুরী, নজরুল সংগীত শিল্পী সংস্থার দীপেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।