গণমানুষের কল্যাণে কাজ করেছেন এডভোকেট কবির চৌধুরী

স্মরণসভায় ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৫:৪৫ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ কবির চৌধুরীর স্মরণসভা সম্প্রতি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এডভোকেট কবির চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তির সৈনিক ছিলেন। তার নেতৃত্বে কোনো ত্রুটি ছিল না। গণমানুষের কল্যাণে তিনি যেসব কাজ করেছেন, তা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি এডভোকেট আবুল হোছাইন সিকদার।

সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও স্মরণসভা উদযাপন পরিষদের সদস্য সচিব জামাল উদ্দীনের সঞ্চালনায় এতে মরহুম কবির চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তার বড় ছেলে সরফরাজ উদ্দীন কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, মহানগর বিএনপির সহসভাপতি মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস ইউ এম নুরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, সিদ্দিকুল ইসলাম, মো. ইউনুচ, আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি রফিক আহম্মদ, কোতোয়ালী থানা বিএনপি সভাপতি মঞ্জুর আলম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরী, আবু তাহের, স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক সিরাজুল হক চৌধুরী, আজিজুল হক চৌধুরী, মাসকুরা বেগম মেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটির কার্যকরি কমিটির সভা
পরবর্তী নিবন্ধআজ বিশ্ব প্রবীণ দিবস