ষাটের দশকে যাত্রা করে বীর চট্টলার পাঠক নন্দিত পত্রিকা দৈনিক আজাদী ৬২ বছরে পদার্পণ করেছে। এই শুভক্ষণে দৈনিক আজাদীর সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দৈনিক আজাদী সবসময় মানুষের অধিকারের কথা বলেছে, পক্ষে দাঁড়িয়েছে। এই কারণে পত্রিকাটি সকলের কাছে বেশ সমাদৃত। বন্দরনগরী চট্টগ্রামে চলমান সিআরবি রক্ষার আন্দোলনেও দৈনিক আজাদী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি রক্ষায় সোচ্চার হয়েছে। এভাবে গণমানুষের অধিকার আদায়ে দৈনিক আজাদী সবসময় আপসহীন দৃঢ় ভূমিকা পালন করেছে। আমরা আশা করি, আগামীতেও দৈনিক আজাদী সাধারণ মানুষের সাথে থাকবে। পত্রিকার মান ও বস্তুনিষ্ঠতা বজায় রাখবে। দৈনিক আজাদীর জন্য নিরস্তর শুভ কামনা।