কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বৃহত্তম দল। মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন জাতির সকল দুর্যোগ মুহূর্তে নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্র মুক্তির জন্য বিএনপির নেতাকর্মীরা সবসময়ই রাজপথের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি বলেন, গণমানুষের অধিকার আদায়ে বিএনপির এক দফা আন্দোলন চলছে।
গতকাল শনিবার বিকাল ৪টায় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন বিএনপির দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গুম, খুন আর হামলা মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা আমাদের অধিকার আদায়ের দাবিকে স্তব্ধ করার অপচেষ্টা চালালেও সেটা কাজে আসেনি। বিএনপি নেতাকর্মীরা আর তাদের রক্ত চক্ষুকে ভয় পায় না। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। তাদের বিদায়ের সময় হয়ে গেছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। দেশের জনগণ শেখ হাসিনার অনির্বাচিত সরকারকে লাল কার্ড প্রদর্শন করেছে।
জুলদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী মঈনুদ্দিন টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, এড. এসএম ফোরকান, মঈনুল আলম ছোটন, মোহাম্মদ ওসমান, ডা. ফয়সাল, আবদুল গফুর, মোহাম্মদ হোসেন বাবুল, সোলাইমান দোভাষ, মোহাম্মদ কাদের, আবু তৈয়ব, ইদ্রিস হায়দার নয়ন, আবু তাহের, এটিএম হানিফ, মঈনুদ্দিন মনির, মোহাম্মদ আলমগীর, মামুনুর রশীদ মামুন, জসীম উদ্দীন জুয়েল, শফিউল করিম, নুরুল ইসলাম, মোহাম্মদ ফারুক, দিদারুল আলম, মোহাম্মদ হারুন প্রমুখ। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে কাজী মঈনুদ্দিন টিপুকে সভাপতি, মোহাম্মদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ওয়াসিমকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
        











