গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল বুধবার পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’–এ গণমাধ্যমকে কেন্দ্র করে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে অভিযোগ আনা হয়েছে, ‘গণমাধ্যম গণঅভ্যুত্থানে জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে’ এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো ‘গোয়েন্দা সংস্থার মুখপাত্র’ হিসেবে কাজ করছে। খবর বাংলানিউজের।
এ অভিযোগ প্রত্যাখ্যান করে সম্পাদক পরিষদ জানায়, গত বছরের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সাংবাদিকরা নানা নিপীড়ন ও দমন–পীড়নের শিকার হয়েছেন। সেই সময়ও গণমাধ্যম সাহসী প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন ও ইন্টারনেট ব্ল্যাকআউটসহ গুরুত্বপূর্ণ বিষয় জনগণের সামনে তুলে এনেছে। এতে আরও বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে গঠনমূলক ভূমিকা রাখছে।