গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে

চট্টগ্রাম প্রেস ক্লাবে সিটি মেয়র

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশের গণমাধ্যম ছিল অত্যন্ত নিয়ন্ত্রত। দেশে যে ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি হলো, এর পেছনেও কাজ করেছেন কতিপয় সাংবাদিক নেতৃবৃন্দ। ফ্যাসিবাদী শক্তি সব সময় নিজের আসন ও ক্ষমতা পোক্ত করে রাখতে পদলেহী সাংবাদিক তৈরি করে। শেখ হাসিনাও এর ব্যতিক্রম ছিল না। আমরা গণতন্ত্রপরায়ণ ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, এ বাংলাদেশ থেকে শক্ত হাতে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে।

গতকাল সোমবার আকস্মিক চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এলে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মেয়রকে ফুলেল স্বাগত জানান চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। এসময় অন্তর্বর্তী কমিটির সদস্য কালের কন্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নঈম, কমিটির সদস্য গ্লোবাল টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, প্রেস ক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির ব্যুরো প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ৭১ টিভির বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম শিল্পী, বাসস’র বিশেষ সংবাদদাতা মিয়া মোহাম্মদ আরিফ, দৈনিক দিনকালের ব্যুুরো প্রধান হাসান মুকুল, সাংবাদিক ওয়াহিদ জামান, মানবকন্ঠের ব্যুরো প্রধান মো. আলী, বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন সুন্নাহর সঠিক মর্মবাণী তুলে ধরে মানুষের ঈমান আক্বিদা মজবুত করতে হবে
পরবর্তী নিবন্ধনারী শিক্ষা ও নারী জাগরণের প্রতিভূ বেগম রোকেয়া