সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর ইসির কর্মপরিকল্পনা তুলে ধরার কথা বলেছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। গতকাল মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেব কী নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা কী। খবর বিডিনিউজের।
ব্রিফিংয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে চূড়ান্ত ভোটার সংখ্যার তথ্য তুলে ধরেন তিনি। সবশেষ হালনাগাদ হওয়ার পর এবার ভোটার হয়েছে পৌনে ১৩ কোটি। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটও করা হবে। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গণভোটের প্রস্তুতির বিষয়ে ইসি সচিব বলেন, প্রস্তুতির বিষয়টি সার্বক্ষণিক। একটা দায়িত্ব এসেছে। এটির প্রস্তুতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা করছেন সে ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজনে কিছু জায়গায় ভোটকেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে। ভোটকেন্দ্র বাড়ানো হবে নাকি ভোটকক্ষ বা বুথ বাড়ানো হবে, এ বিষয়ে সার্বিক পর্যালোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোটকেন্দ্র বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার সংখ্যাও বাড়বে। একই দিনে দুই ভোট আয়োজনের জন্য অতিরিক্ত কিছু স্বচ্ছ ব্যালট বাক্স এবং আরো কিছু নির্বাচনি সামগ্রীও প্রয়োজন হতে পারে বলে জানান তারা। গণভোট অধ্যাদেশ জারি হওয়ার পর গণভোট বিধি করার বিষয়ও রয়েছে। প্রবাসীদের কাছে সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি পোস্টাল ব্যালটও পাঠাতে হবে।
সন্ধ্যায় পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধনকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আজ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে উদ্বোধন হচ্ছে পোস্টাল ভোট বিডি, যা দেশের ভেতরে ও প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সংসদ ও গণভোটের ভোটাধিকার নিশ্চিত করার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করছে।












