গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

কক্সবাজারে প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আগামীর নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে। গতকাল শুক্রবার কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার৩ সংসদীয় াসনের ঈদগাঁও ও রামু উপজেলার কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জন আকাঙ্ক্ষার আলোকে অবশ্যই গণভোট আয়োজন করতে হবে। জনগণই নির্ধারণ করবে তারা কেমন সরকার ও রাষ্ট্রব্যবস্থা চায়। গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন, জেলা নায়েবে আমির মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামীতে সুযোগ পেলে রাউজানকে সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলব
পরবর্তী নিবন্ধচাকরি পাচ্ছেন ১ হাজার ৬৮১ প্রার্থী