গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ে ফ্যাসিবাদের চূড়ান্ত বিদায় নিশ্চিত হবে

সাতকানিয়ায় শ্রমিক সমাবেশে শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে অবশ্যই বিজয়ী করতে হবে। এই গণভোটের ফলাফলের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি বলেন, গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়, তাহলে এ দেশে আর কোনো খুনি ও ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থান ঘটতে পারবে না। দেশের শ্রমিক, মেহনতি মানুষ ও সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণই পারে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ উপহার দিতে। তিনি গতকাল শনিবার সাতকানিয়া উপজেলার জোটপুকুরিয়া বাজার এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মিনি ট্রাক, সিএনজি ও অটোরিকশা চালকদের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর, পরিবহন শ্রমিক সেক্টরের সভাপতি আনিসুর রহমান ও শ্রমিক নেতা মিজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধঅনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্রে ঝামেলার সুযোগ থাকবে না