গণপূর্তের আরও ২ জন বাধ্যতামূলক অবসরে

বালিশকাণ্ড

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

পাবনার রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের দুই উপসহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে; একজনকে নামিয়ে দেওয়া হয়েছে নিচের পদে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ওই তিন কর্মকর্তা হলেন, মো. ফজলে হক, মোসা. শাহনাজ আখতার ও খোরশেদা ইয়াছরিবা।

গ্রিন সিটি প্রকল্প পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাকর্মচারীদের বসবাসের আবাসন প্রকল্প। ওই প্রকল্পে ভবনের আসবাবপত্র কেনা এবং সেগুলো ভবনে ওঠানোর জন্য অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ উঠে। ওই ঘটনা সংবাদমাধ্যমে এলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং সেটি বালিশকাণ্ড হিসেবে পরিচিতি পায়। খবর বিডিনিউজের।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কর্মকর্তা দায়িত্বে থাকা অবস্থায় রূপপুর গ্রিন সিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং ভবনে ওঠানোর কাজে ‘অস্বাভাবিক’ ব্যয় হয়েছে। মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দুটি কমিটি করা হয়। কমিটির প্রতিবেদনে ‘অস্বাভাবিক’ ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বিভাগীয় তদন্তে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী মো. ফজলে হক ও মোসা. শাহনাজ আখতারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বেতন গ্রেডে অবনমিত করা হয়েছে আরেক প্রকৌশলী খোরশেদা ইয়াছরিবাকে। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়ন না করে কোনো দল রাজনীতি করতে পারবে না : সালাহউদ্দিন