গণপরিষদের মাধ্যমে সংস্কার না হলে টিকবে না : নাহিদ

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:২৩ পূর্বাহ্ণ

রাষ্ট্রের সংস্কার গণপরিষদের মাধ্যমে না হলে তা টেকসই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শনিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে এবং সব রাজনৈতিক দল মিলে একটি ঐকমত্য পোষণ করতে হবে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে। জনগণের কাছে আমাদের সংস্কারের যে কমিটমেন্ট, সংস্কারের যে ধারাবাহিকতা, সেটা বাস্তবায়নের জন্য জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের এ বৈঠকে সাতটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। একাধিক উপদেষ্টার পাশাপাশি ছিলেন সংস্কার কমিশন প্রধানরাও। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র যে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটাই আলোকপাত করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধানরা তাদের স্ব স্ব সংস্কার রিপোর্টের সারসংক্ষেপ তুলে ধরেছিলেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের দলীয় অবস্থান সংস্কার বিষয়ে তুলে ধরেছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমাদের সংস্কার বিষয়ে যে অবস্থান, আমরা মনে করি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে, বিচার ও সংস্কার জনগণের কাছে তাদের অন্যতম কমিটমেন্ট। খবর বিডিনিউজের।

সংবিধান সংস্কারের বিষয়ে কোনো আলোচনা করেছেন কিনা জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, এখানে বিস্তারিত আলাপের সুযোগ ছিল না। আমরা সংস্কার বিষয়ে ওভারঅল আলোচনা করেছি। গণপরিষদের মাধ্যমেই সংস্কার করতে হবে, অন্যথায় সংসদের সংবিধান সংস্কার টেকসই হবে না; বাংলাদেশের ইতিহাস থেকেও এটাই দেখতে পাই। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। সামনের যে জাতীয় নির্বাচন সেটা একই সঙ্গে আইন পরিষদ ও গণপরিষদ নির্বাচন হউক। পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি।

পূর্ববর্তী নিবন্ধনগরে ১৩২১ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধকোয়ালিশন সরকার গঠনের প্রস্তাবের সমালোচনা