ব্রাইট বাংলাদেশ ফোরামের (বিবিএফ) উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহণ মালিক-শ্রমিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের তুলাতলী হিউম্যান হলার ডিপোতে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর শাহীন আক্তার রোজী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লিগের চান্দগাঁও ইউনিট সাংগঠনিক সম্পাদক শাহজাহান, চট্টগ্রাম হিউম্যান হলার মালিক সমিতির মোহাম্মদ জাহাঙ্গীর।
সভাপতিত্ব করেন বিবিএফের প্রধান নির্বাহী ও এডাবের চট্টগ্রাম জেলা সেক্রেটারি উৎপল বড়ুয়া। বক্তব্য রাখেন সোহাইল উদ দোজা, আরিফুর রহমান, নদী আক্তার, মো. আরিফ, সাজিদ প্রমুখ। সভায় করোনা প্রতিরোধে গণপরিবহণ মালিক-শ্রমিকদের সংবেদনশীল করা, সচেতনতা করা এবং তাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। যাত্রী পরিবহণকালে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিধি প্রতিপালন, মাস্ক পরিধান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেন আলোচকরা। প্রেস বিজ্ঞপ্তি।