গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর, স্বাস্থ্যবিধি নিশ্চিত ও ড্রাইভার-হেলপার এবং যাত্রীদের মাস্ক পরতে উদ্বুদ্ধকারণে মাঠে নেমেছে বন্দর ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার বিকেল ৪টায় কাস্টমস মোড়ে চেক পোস্ট বসিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা। এ সময় আরো উপস্থিত ছিলেন এসি আশরাফ, টিআই এডমিন জসিম উদ্দিনসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। কার্যক্রমের উদ্বোধনীতে সিএমপির উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা বলেন, সরকার নির্ধারিত ৬০ শতাংশের বেশি ভাড়া যাতে যাত্রীদের কাছ থেকে নেওয়া না হয় এবং সকল গণপরিবহনে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয় এজন্য ট্রাফিক পুলিশ নিয়মিত মাঠে থাকবে। যে সকল গাড়িতে স্বাস্থ্যবিধি মানা হবে না সেসকল গাড়িকে আদেশ অমান্য আইনে মামলা দেওয়া হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।