গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভা জেলা সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও শাহরিয়ার হোসেন ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জিসান, দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম রিঙন, যুগ্ম সম্পাদক হাসান আরিফ প্রমুখ।
বর্ধিত সভা শেষে সবার সম্মতিক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল স্বাক্ষরিত এক চিঠিতে আনিসুর রহমানকে আহবায়ক করে যুগ্ম আহবায়ক করা হয়েছে মো. শাহজাহান, জসিম উদ্দিন, আলমগীর, শাহ আলম, আরমান ও মোরশেদ। ওসমান গনি সিকদারকে করা হয়েছে সদস্য সচিব।
এছাড়াও আরো ১৩ জনকে রাখা হয়েছে সদস্য হিসেবে। তারা হলেন– শাহরিয়ার ইমরান, মুফিজুর রহমান, তৌহিদুল আলম জিসান, শহীদুল ইসলাম রিঙন, আবদুর রহিম, মুজিবুর রহমান, শাহাবুদ্দিন, মো. আবদুল্লাহ, আরিফুল ইসলাম, জসিম উদ্দিন, আবু ছৈয়দ সায়মন, মো. ইদ্রিচ ও রবিউল আলম। প্রেস বিজ্ঞপ্তি।