গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসবে

খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের মতবিনিময়ে সুফিয়ান

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি তথা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে জনগণের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে। দীর্ঘসময় নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতির কারণে দেশের সকল সেক্টরের মানুষকে নানান ভোগান্তি পোহাতে হয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। জবাবদিহিতা না থাকায় জনগণের সমস্যা সমাধানে তারা কখনোও সচেষ্ট ছিলনা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে ব্যবসাবাণিজ্য সহ চলমান সকল সংকট নিরসন হবে। ব্যবসাবাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসবে ও দেশীবিদেশী নতুন বিনিয়োগ সৃষ্টি হবে।

তিনি গতকাল বুধবার খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের উদ্যোগে ‘চলমান বাণিজ্যিক সংকট উত্তরণ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি একটি ব্যবসাবান্ধব রাজনৈতিক দল।সকল শ্রেণীপেশার মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

এসোসিয়েশনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন,আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য এস.এম. সেলিম, সিনিয়র সহসভাপতি আহমদ রশীদ আমু, আবুল বশর চৌধুরী।

বক্তব্য রাখেন রেজাউল করিম আজাদ, মীর মো. সাজ্জাদ উল্লাহ, মো. মহিউদ্দিন, ফরিদুল আলম, মো.আকবর আলী, আশুতোষ মহাজন, এস. এম. সেলিম, মো. রাশেদ আলী, হাজী আবুল কাশেম, পরিতোষ দে, সৈয়দ সাব্বির আহমেদ, জাবেদ ইকবাল, মীর মো. আহসান উল্লাহ রাসেল, সালাউদ্দীন আহমেদ, শাহেদুল ইসলাম, জহির উদ্দিন, মো. মামুন,নিজাম উদ্দিন, সাব্বির সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, হাজী মো. বেলাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

 

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধস্থিতিশীলতার পূর্বশর্ত সাম্প্রদায়িক সম্প্রীতি