গণতান্ত্রিক ছাত্র সংসদ চবি শাখার নেতৃত্বে মুনতাসির ও মাসনুন

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এতে আহ্বায়ক হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৯২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতাসির মাহমুদ এবং সদস্য সচিব ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলমাসনুন।

গত রোববার দিবাগত রাত ১২টার দিকে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতানুল আরেফিন। যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার নাফিজ, স্বাধীন সিদ্দিকী, রাশেদুল ইসলাম, তানভীর হাসান ও মো. উলফাতুর রহমান রাকিব। অপরদিকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন আশরাফ চৌধুরী। যুগ্ম সদস্য সচিব নাসরুল্লাহ মনসুর মুবিন, তানভীন কায়েস লিওন, মো. ফয়সাল মিয়া, মোহাম্মদ ফুয়াদ হোসেন ও নাসির আহমেদ। মুখ্য সংগঠক পদে সাব্বির হোসেন রিয়াদ এবং সিনিয়র সংগঠক সোয়াইবুল ইসলাম।

সংগঠক হয়েছেন ইমরান হোসেন, আশিকুল ইসলাম, সাইফ রাতুল ফয়জুর রহমান ও মো. তাওসিফ ইয়াসার রুদ্র। মুখপাত্র জান্নাতুল মাওয়া মিথিলা এবং সহমুখপাত্র নওশীন তাবাসসুম যূথী। সদস্যরা হলেন নিলয় দেব শান্ত, মো. নাঈম বিশ্বাস, মো. সাগর সোয়াদ নাফিউ, ওসমান গনি, সাইফুর ইসলাম আলিফ, জাহিদ উদ্দিন, সঞ্জিবনী গোলদার, ফরহাদ হোসেন রুপম ও মোস্তফা কামাল।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ক্লাবের উদ্যোগে ইসলামিক সেমিনার
পরবর্তী নিবন্ধমব করে কিশোর মাহিনকে হত্যার বিচার দাবি