গণতান্ত্রিক ছাত্রদলকে আগামী নির্বাচনে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখবে হবে

১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এয়াকুব আলী

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২২ অপরাহ্ণ

গণতন্ত্র, ভোটাধিকার ও ছাত্রসমাজের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে পটিয়ায় পালিত হয়েছে গণতান্ত্রিক ছাত্রদলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে উপজেলা ও পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের যৌথ উদ্যোগে উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক রাকিব চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১২ (পটিয়া) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী।

প্রধান অতিথি বলেন, আজকের ছাত্রদলই আগামী দিনের নেতৃত্ব। ফ্যাসিবাদ, ভোটচুরি ও দমনপীড়নের রাজনীতির বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্রদল অগ্রভাগে থেকে লড়াই চালিয়ে ছিল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ডা. রিদোয়ান আজাদ চৌধুরী, আমিনুল হক তানিম, মোহাম্মদ সৈয়দ। বক্তব্য রাখেন শাহ আলম, অহিদুল ইসলাম, নুরুল আলম, আবদুর রশিদ, মামুন, রঞ্জন ধর, আবদুল কাদের, কানন, বেলাল, আমিন, জাহেদুল হক, নুরুল ইসলাম, জাকারিয়া, মনির, তামিম, জামাল, সাইফুল ইসলাম, দিদার, খোরশেদ, ওসমান, নুরু, এরশাদ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী কেক কেটে গণতান্ত্রিক ছাত্রদলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসন থেকে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত করতে ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনায়
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে ছুড়ে আসা গুলিতে টেকনাফের শিশু নিহত