নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির ঘটনা অত্যন্ত আতঙ্কজনক বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার দমনে পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। ওসমান হাদির ওপর গুলি চালানো তারই একটি ভয়াবহ দৃষ্টান্ত। এই হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত।
তিনি গতকাল শনিবার বিকেলে নগরের চকবাজারের ধনীর পুল এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলিবর্ষণের প্রতিবাদে ও চট্টগ্রাম–৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণকারীদের আইনের আওতায় আনার দাবিতে চট্টগ্রাম–৯ আসন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন, আনেয়ার হোসেন লিপু, বিএনপি নেতা জাকির হোসেন, এম এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, নবাব খাঁন, রমজু মিয়া, মহানগর যুবলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, রেজিয়া বেগম মুন্নি, কামরুনেচ্ছা, আবদুর রহিম, মো. আনাস, শিহাব খালেদ মুন্না প্রমুখ।

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বিকেলে পটিয়া উপজেলা পরিষদের সামনে হাজারো নেতাকর্মীরা জড়ো হয়ে তারা এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা বিএনপি নেতা জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু। এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইব্রাহীম কমিশনার, শাহাদাৎ হোসেন সুমন, বিএনপি নেতা জসিম উদ্দিন মাস্টার, হারুনুর রশিদ চৌধুরী, নাছির উদ্দীন, আবু জাফর চৌধুরী, রবিউল হোসেন বাদশা, আবদুল হাকিম, দ্বীন মোহাম্মদ, হাজী নজরুল ইসলাম, সাহাবুদ্দীন খোকন, গাজী মোহাম্মদ মনির, সেলিম মাস্টার, নুরুল আমিন মধু, এড. ফোরকানুল ইসলাম, এড. জসিম উদ্দিন, শফিকুল আলম চেয়ারম্যান, আবদুল আলীম মেম্বার, ফরিদদুল আলম, এড. আবদুস সবুর, মনছুর শরীফ, জহির উদ্দিন তসলিম, সাইফুল ইসলাম খোকন, জসিম উদ্দিন, জিয়াউর রহমান, জাগির মেম্বার, আলী আজগর আকবরী, মামুন সিকদার, এম এ রুবেল, মো. শওকত, গাজী আলী আকবর, জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, এনামুল হক, আব্বাস আলী, সোহেল সওদাগর, ফরিদুল আলম, নাজিম উদ্দীন, জাফর ভান্ডারী, ইউসুফ শাহ, আবদুল সালাম, আবুল কাশেম মিঞা, ইব্রাহীম মির্জা, মো. হাবিব, আশরাফ উদ্দিন নয়ন, মোহাম্মদ কামাল প্রমুখ। বিক্ষোভ মিছিলে বিএনপি নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, এই হামলার পেছনে ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির প্রভাব রয়েছে।

পটিয়ায় এনাম : পটিয়া প্রতিনিধি জানান, এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহ’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের নেতৃত্বে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পটিয়া সরকারী কলেজ গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটিয়ায় এনামুল হক এনাম। এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মফজল আহমদ চৌধুরী, জসিম উদ্দিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, বিএনপি নেতা আবদুল মাবুদ, আবুল কাসেম, কবির আহমদ, শাহজাহান চৌধুরী, নাছির উদ্দিন, ওবায়দুল আলম চৌধুরী, এস এম নয়ন, ওবায়দুল হক রিকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে মহাসড়কের বাসস্টেশন হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আনোয়ারা বিএনপি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম–৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধের প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে করে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নিদের্শনায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি আনোয়ারা চায়না রোড সম্মুখ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাষ্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, দিল মোহাম্মদ মন্জু, এম মনছুর উদ্দিন, এসএম ফারুক, উপজেলা বিএনপি নেতা এস.এম মোজাম্মেল, মোঃ কাশেম, রফিক ডিলার, আবু সাদেক, ইউচুপ মাষ্টার, মোস্তাক আহমেদ, আবু বক্কর, নুরুল হুদ্দা, মোঃ লোকমান, মো. লিয়াকত, লৎফুর আলম টিটু, হারুনর রশীদ, মোহাং ইদ্রিস, আকতারুজ্জান, আবু সালেহ, নুরুল ইসলাম, মামুন খান, মোজাম্মেল হক, ইউচুপ, মোঃ আলম, ইলিয়াস, ইউনুস, সৈয়দুল হক, তারেক মেম্বার, মনসুর মেম্বার, এয়ার মোহাম্মদ, দিদার, করিম, আলী আহমদ, যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, আমিন, সোহেল, ওসমান শিকদার ও এড. নুরুল কবির।

নগর যুবদল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই প্রার্থীকে গুপ্ত সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারিদের শাস্তির দাবিতে গতকাল কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ করেছে নগর যুবদল। এতে সভাপতিত্ব করেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মজিবুর রহমান, অরুপ বড়ুয়া ও মোহাম্মদ আলী সাকি।

খাগড়াছড়ি বিএনপি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা বিএনপি। গতকাল সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করে। জেলা যুবদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে গুপ্ত হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার করতে হবে। হাদীর উপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। হামলাকারীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। প্রতিবাদ সমাবেশ খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।












