কেন্দ্র ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসে’র কর্মসূচি পালন করেনি উত্তর জেলা বিএনপি। গতকাল বুধবার সারা দেশে এ কর্মসূচি পালন করেছে দলটি। বিষয়টি নিয়ে সমালোচনা করছেন তৃণমূলের কর্মীরা।
জানা গেছে, গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে ৩৯ সদস্যের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটি গঠনের পর গতকাল বুধবার প্রথম কেন্দ্রীয় কর্মসূচি ছিল বিএনপির। তাই স্বাভাবিকভাবেই প্রথম কর্মসূচি নিয়ে আগ্রহ ছিল তৃণমূলের।
কর্মসূচি পালন না করা প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার দৈনিক আজাদীকে বলেন, অসুস্থতার কারণে আসতে পারিনি। তাছাড়া প্রশাসন অনুমতিও দেয়নি। আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, অনুমতি না পাওয়ায় কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।








