গণতন্ত্র সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানোয় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ চীন। এমন কাজ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘ভুল’ করেছেন বলে মন্তব্য করেছে চীন সরকার। যুক্তরাষ্ট্রে আগামী মাসে অনুষ্ঠিত হবে ‘গণতন্ত্রের জন্য সম্মেলন’। আর এতেই তাইওয়ানকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মঙ্গলবার আমন্ত্রিত দেশগুলোর যে তালিকা প্রকাশ করেছে তারা, সেখানে তাইওয়ানের নাম দেখা গেছে। খবর বিডিনিউজের।
দ্য গার্ডিয়ান পত্রিকা জানায়, চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, এই সম্মেলনে তাইওয়ানকে অন্তর্ভুক্ত করা একটা ভুল পদক্ষেপ। বেইজিং চীনের তাইওয়ান অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরকারি পর্যায়ে কোনওরকম মিথস্ক্রিয়ার বিরোধিতা করছে। এই অবস্থান খুবই স্পষ্ট এবং ন্যায়সঙ্গত। আমরা যুক্তরাষ্ট্রকে এক চীন নীতিতে অটল থাকার আহ্বান জানাচ্ছি। বিশ্বব্যাপী বিভিন্ন অধিকার ও স্বাধীনতার ক্ষয় এবং গণতান্ত্রিক পশ্চাদপসরণ ঠেকাতে সহায়তার লক্ষ্যে ৯ ও ১০ ডিসেম্বেরের এ ভার্চুয়াল সম্মেলনে আমন্ত্রিত ১১০টি দেশের মধ্যে চীন ও রাশিয়া নেই। এমন এক সময়ে তাইওয়ান যুক্তরাষ্ট্রের আয়োজিত এ সম্মেলনে আমন্ত্রণ পেল যখন চীন স্বশাসিত দ্বীপটির সঙ্গে সম্পর্ক ছিন্ন বা সীমিত করতে বিভিন্ন দেশের ওপর চাপ বাড়াচ্ছে। বেইজিং চায় না, কোনো দেশ তাইওয়ানকে রাষ্ট্রের মর্যাদা দিক।
তবে স্বশাসিত তাইওয়ানের ভাষ্য, তাদের নিয়ে কথা বলার কোনো অধিকার বেইজিংয়ের নেই। চলতি মাসের শুরুতে বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া ভার্চুয়াল বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে দুই নেতার অবস্থানে পার্থক্য দেখা গেছে। শি বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা যারা চাইছে এবং যুক্তরাষ্ট্রে তাদের সমর্থকরা ‘আগুন নিয়ে খেলছে’।