গণতন্ত্র রক্ষায় আপসহীন প্রেরণার নাম শেখ হাসিনা

কারাবন্দী দিবসের সভায় বক্তারা

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, গণতন্ত্র রক্ষায় আপোষহীন ও অফুরন্ত প্রেরণার নাম শেখ হাসিনা। তৎকালীন অনির্বাচিত সামরিক সরকার বিনা কারণে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে ১১ মাস কারান্তরীন করে রাখেন, যা বাংলাদেশ ও বিশ্ববাসী মানতে পারেনি। শেখ হাসিনা ধৈয্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন কিন্তু আপোষ করেননি।

গতকাল রবিবার সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শেখ হাসিনা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ নেত্রী। শেখ হাসিনার দূরদর্শিতা এবং কৌশলের কাছে জামাতবিএনপি ও দেশীবিদেশীর চক্রান্ত ব্যর্থ হয়েছিল। সভায় বক্তব্য রাখেন, প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, খোরশেদ আলম, নুুরুল আবছার চৌধুরী, মোস্তাক আহমদ আঙ্গুর, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, নাছির উদ্দিন, চৌধুরী আবুল কালাম আজাদ, নঈমুল হক পারভেজ, সুরেশ দাশ, মাহবুবুর রহমান চৌধুরী, মাঈনুদ্দিন চৌধুরী, নুরুল হুদা, অরুণ সেন, আবদুল মোনাফ, মাহবুব আলম, জয়নাল আবেদীন, সেলিম উদ্দিন, মো. মহিউদ্দিন প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেছেন, ২০০৭ সালের কুশীলবরা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য নিয়েই অমানবিকভাবে গ্রেফতার করেছিলো। সেদিন তাকে কারাবন্দি করে মূলতঃ ১৭ কোটি মানুষকে কারাবন্দি করা হয়েছিলো। দেশরত্ন শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় গতকাল দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, বখতেয়ার সাঈদ ইরান, এড. বাসন্তী প্রভা পালিত, হারুন অর রশীদ, সাদাত আনোয়ার সাদী, এরাদুল হক ভুট্টো, নাছির উদ্দিন রিয়াজ, অভি চৌধুরী, লিপটন দেবনাথ লিপু প্রমুখ।

দক্ষিণজেলা যুবলীগ : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্রের অবরুদ্ধ দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রবিবার) বাদে আসর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন হামেদিয়া বাগদাদিয়া এতিমখানায় জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন, জেলা যুবলীগের সহসভাপতি মর্তুজা কামাল মুন্সি, শহিদুল ইসলাম, মাঈন উদ্দিন, এড. শাহাদাত কবির বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আ..ম ফরহাদুল আলম, নুরুল আমিন, আবিদ হোসেন, প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু, অমল রুদ্র, সায়েম কবির প্রমুখ নেতৃবৃন্দ। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির মঙ্গল, শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

চট্টগ্রাম জেলা পিপি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা পিপির উদ্যোগে পিপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নবী শিমুল, আজাহারুল হক, মোহাম্মদ মহসীন, মঈনুল আলম টিপু, মাহতাব উদ্দিন চৌধুরী, দিদারে আলম, আব্দুল্লাহ আল মামুন, পিন্টু কুমার শীল, সেলিম চৌধুরী, টিপু শীল জয়দেব, শামসুল হক টিটু, এমরানুল হক আজাদ, খোরশেদুল আলম টিপু, আজমুল হুদা, নিশাত, সেলিনা আক্তার প্রমুখ।

বাঁশখালী আবদুল মাবুদ স্মৃৃতি ফাউন্ডেশন : গতকাল বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে চাঁদপুরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাওলানা আবদু ছবুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সহসভাপতি জিয়া উদ্দীন আরিফ, ছৈয়দুল হক, ছাবের আহমদ, আবু ছালেক, মো. হারুন, মো. ওসমান, আবু জাফর, ছাদুর রশিদ, ফরহাদ হোসেন, মনছুর উদ্দীন, তফসীর আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলাকে তিনি স্মার্ট বাংলাদেশে রুপ দিয়েছেন। দোয়া পরিচালনা করেন চাঁদপুর আছমা খাতুন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদু ছবুর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইমামের মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটাব কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন আবদুছ ছবুর