‘গণতন্ত্র বিকাশ-দারিদ্র্য-বিমোচনে সংবাদপত্র ও সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আজ

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

স্বাধীনতা পদকপ্রাপ্ত, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রাক্তন সংসদ সদস্য, দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ খালেদ’র ১০২তম জন্মদিন উপলক্ষে ‘গণতন্ত্র বিকাশদারিদ্র্য বিমোচনে সংবাদপত্র ও সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আজ মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। প্রধান বক্তা থাকবেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ও শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অধ্যাপক মোহাম্মদ খালেদ’র পুত্র ও স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ সরকারের নেতৃত্বে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে : এমপি মহিউদ্দিন বাচ্চু
পরবর্তী নিবন্ধট্রেড ডিজিটালাইজেশনের মাধ্যমে লেনদেন দ্রুত ও নিরাপদ হবে : অর্থ প্রতিমন্ত্রী