গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে এগিয়ে আসতে হবে

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় শহীদ জিয়ার যুবদল আজ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। সাংগঠনিক ইউনিট হিসেবে সারাদেশে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মহানগর যুবদল দিপ্তী ও শাহেদের নেতৃত্বে আরো এগিয়ে আসতে হবে। তিনি মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোহাম্মদ ইলিয়াছ, মো. জাহাঙ্গির আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মনিরুল হাসান সিদ্দিকী, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুল হাসান বাবু, মোহাম্মদ আলী সাকি, মোশারফ হোসাইন, সৈয়দ মঞ্জুর হোসেন, মো. হুমায়ুন কবীর, মো. তাজুল ইসলাম তাজু, আবদুল হামিদ পিন্টু, মো. তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, আসাদুর রহমান টিপু, ওসমান গণি সিকদার, শাহজাহান পলাশ, আহাদ আলী সায়েম, জাফর আহমদ খোকন প্রমুখ নেতৃবৃন্দ।
বাঁশখালী উপজেলা যুবদল : যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা যুবদলের উদ্যোগে গুণাগরি খাসমহলস্থ বাঁশখালী প্রধান সড়কে মঙ্গলবার বিকাল ৩টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠ থেকে র‌্যালি সহকারে উপজেলা রামদাস মুন্সির হাট হয়ে গুনাগরি খাসমহল চত্বরে আলোচনা সভার মাধ্যমে র‌্যালি শেষ হয়।

বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনিসুল হক মিটুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এডভোকেট মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ ইউনুস, জুনাইদ সিকদার, চৌধুরী হাসান, জাহাঙ্গীর, আব্দুল মান্নান, অহিদুল ইসলাম, শাহেদুল ইসলাম, মুবিনুল হক, হেফাজ উদ্দিন, তাহের, আজিজ, মোহাম্মদ জসিম, দেলোয়ার, মিজান, বাহাদুর, মঈনউদ্দিন জায়েদ, সাকিল, জাহেদ হোসাইন, তারেক, রুহুল আমিন, বাবু, তৌহিদ, মুহিব, মিনার, হাবিব, দিল মুহাম্মাদ, আজগর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ আরিয়ান
পরবর্তী নিবন্ধনানা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু আরিয়ানের লাশ উদ্ধার